ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সভা কক্ষে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা, কার্যকরী সদস্য মোঃ শাহানুর ইসলাম (শাহিন), ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশনের কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি, রেজিঃ নং ৮৬/সাত এর কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখি সমবায় সমিতি লিঃ, রেজিঃ নং-৮৭/সাত এর কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং- ১১৫৫/১১৫৯/১৭২২/১৯৬৪/ এর কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। সভায় ভোমরায় দ্রুত কাস্টম হাউস স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সাথে আগামীকাল ভোমরা শুল্ক স্টেশনের সামনে মানববন্ধন এবং পর্যায়ক্রমে মত বিনিময় সভা এবং মাননীয় প্রধান মন্ত্রী সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, সদস্য সচিব এএসএম মাকছুদ খান এবং ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট রেজিষ্ট্রেশন ভুক্ত ০৮ (আট) টি সংগঠনের কর্মকর্তাবৃন্দ সদস্য হিসাবে যুক্ত থাকবেন। সভার শুরুতেই ভোমরা স্থলবন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে মহান জাতীয় সংসদে বক্তব্য রাখায় সাতক্ষীরা সদর আসনের সাংসদ মো: আশরাফুজ্জামান আশু ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক এএসএম মাকছুদ খান।-প্রেস বিজ্ঞপ্তি