ভোমরা প্রতিনিধি ॥ ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়নের দাবিতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২ টায় ভোমরা স্থল বন্দর হেল্ডিং শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার ১১৫৫ এবং ১১৫৯ নিজস্ব ভবনে ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা আলীগের নেতা শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন ভোমরা কাস্টম হাউস বাস্তবায়ন কমিটির সদস্য জিএম আমির হামজা, দীপঙ্কর ঘোষ, মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, মোঃ ছদরুল আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মোঃ মেহেদী হাসান, মো. ইয়াছিন আলী, মোঃ আল আমিন, মোঃ নজরুল ইসলাম, হারুনার রশিদ,মোঃ দেলোয়ার হোসেন, অমিত কুমার ঘোষ, মোঃ নিজাম উদ্দীন, মোঃ আব্দুস ছাত্তার (জুয়েল), মোঃ রমজান আলী, মোঃ আশরাফুল ইসলাম (বাবলু) প্রমুখ। ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়নের দাবিতে চলমান কর্মসূচীর অংশ হিসেবে রেজিষ্ট্রেশনভুক্ত ৮ টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে পরবর্তীতে মৌন মিছিল, সাংবাদিকদের সাথে মতবিনিময়, পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয়ে মানব বন্ধনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধাঃ সম্পাদক ও ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ এস এম মাকছুদ খান।