স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ভোমরা ছুটির দিনে হলুদ আমদানির ঘোষনা দিয়ে গোপনে শুকনা মরিচ আমদানী করে খালাসের সময় ২১ বস্তা শুকনা মরিচ আটক করছে বিজিবি। গতকাল বিকালে ভোমরা স্থলবন্দর এই মরিচ জব্দ করে। জানাগেছে,ভোমরা রাফসান এন্টারপ্রাইজ হলুদ আমদানী কাজ প্রস্তুত করে। ছুটির দিনে অবৈধ ভাবে শুকনা মরিচ আমদানী করে। পরে বন্দরের সিউিকরিটি গার্ড ও কাস্টমস কর্তৃপক্ষ যোগসাজসে শুকনা মরিচের গেট পাশ নিয়ে টমটমে যাওয়ায় সময় বিজিবি টহলদলেন সন্দেহ হলে বিজিবি ঐ মরিচের কাগজ দেখতে চাইলে টমটমের চালক মরিচের কাগজ না দেখিয়ে হলুদের কাগজ দেখান। তখনবিজিবি সদস্যরা সে টমের রক্ষিত সকল শুকনা মরিজ আটককরে। রাফসান এন্টার প্রাইজের সহকারী পরিচালক মো: কবির হোসেন দৈনিক দৃষ্টিপাত কে ানান আমরা অফিসে ছিলাম না কর্মচারীরা হলুদের পরিবর্তে গাড়ীতে ভূলক্রমে শুকনামরিজ বুককরে। এটা আসলে ভূল করে হয়েছে। বিজিবির সদস্যদের সাথে আলোচনা হচ্ছেঃ। ভোমরা বিজিবি কোম্পানি কমান্ডার মো: জহির উদ্দিন জানান, একটি টমটমে পণ্য নিয়ে যাচ্ছিল আমাদের সন্দেহ হলে শুকনা মরজি আটককরি। পরে কাগজ চােিল শুকনা মরিজের পরিবর্তে হলুদের কাগজ দেখায়। ছুটির দিকে একটি ছক্র এমন ভাবে মাল পাশ নিয়ে বাহির বাহিরে পাঠানোর চেষ্টা করে রাফসান এন্টার প্রাইজের আটক ২১ বস্তা শুকনা মরিজ বিজিবির দফতরে জমা দেয়া হয়েছে।