ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিচালনা করছেন ঢাকা আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রক (অতি সচিব) শেখ রফিকুল ইসলাম বিপিএ। গতকাল বিকাল ৩টায় অতি: সচিব শেখ রফিকুল ইসলাম ভোমরা বন্দরে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বন্দরের উপপরিচালক মো: রুহুল আমিন। পরে তিনি ভোমরা জিরো পয়েন্ট সহ বন্দরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ভোমরা বন্দরের সহকারি পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা, শুল্টক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ও ইমিগ্রেশনের ইনচার্জ উপস্থিত ছিলেন।