ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা ১ আসনের সংসদ ও ৪ আসনের সংসদ সদস্য কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের আয়োজনে গতকাল বিকালে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশু। উদ্বোধক ছিলে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। প্রধান আলোচনা ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, ভোমরা ইমিগ্রেশনের ওসি মাজরিহা হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভোমরা সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: মাকসুদ খান।