স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের ভোমরা বন্দরের চলমান কার্যক্রমকে গতিশীলতা বৃদ্ধি জন্য ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সভাপতি জেলা আ’লীগের নেতা শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে গতকাল বেলা ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, সাংগঠনিক বন্দর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, কাষ্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো: আবু মুছা, সভায় আরো চার জন কে কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়। নেতৃবৃন্দ হলেন, মেসার্স বিএম ট্রেডার্সের শহিদুল ইসলাম, মেসার্স আজাদ ক্রিয়াফোর্ড এজেন্সীর বিলকিস সুলতানা সাথী, মেসার্স শিউলী এন্টারপ্রাইজের রোখসানা পারভীন।