স্টাফ রিপোর্টার ঃ ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সদরের ভোমরায় সমিতির নিজস্ব ভবনে সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশন সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: নাজমুল আলম মিলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুল হাসান, সহ-সভাপতি মো: ছদরুল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক মোঃ মেহেদী হাসান, কাস্টমস্ ও বর্ডার সম্পাদক মো: আব্দুল্লাহ আতিকুর, প্রচার ও বন্দর সম্পাদক মো: আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মো: সোহেল রানা সাগর, মো: মনিরুল ইসলাম, মো: ইয়াছিন আলী, সভা শেষে সকল কর্মকর্তাদের উপস্থিতিতে কমিটির সিনিয়র সদস্য ও নির্বাচিত কর্মকর্তা প্রয়াত শেখ আব্দুল মমিন লাল্টুর মৃত্যু জনিত ভাতা ৫০ হাজার টাকা তার স্ত্রী মো: ইয়ামিন জাহানের হাতে তুলে দেন কমিটির নেতৃবৃন্দ।