ভোমরা প্রতিনিধি \ সাতক্ষীরার স্থল বন্দর ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বুধবার সকালে সিএন্ডএফ ভবনে সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চোখের ছানি অপারেশন চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ভোমরা স্থলবন্দর কাস্টমস্ এর ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমর স্থল বন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. শেখ হাসিবুল ইসলাম, ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ তুফান কুমার মন্ডল, ওয়ালী উল্লাহ, প্রাক্তন ইউপি সদস্য মো. আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ্য, ২১৬ জন রোগীকে চক্ষু পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র দেয়া হয় এবং ৫৭ জনকে অপারেশনের জন্য বাছাই করে সেই রোগীদের ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তা, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার ও ভোমরা স্থল বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএন্ডএফ’র সাধারণ সম্পাদক মো. আবু মুছা।