শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ভোমরা সিএন্ডডিএফ এসেসিয়েশনের জরুরী সভা \ কর্মবিরতি সাময়িক স্থগিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ ভোমরা সিএন্ডডিএফ এসোসিয়েশনের জরুরী সভা গতকাল বিকালে এসোসিয়েশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভোমরা সিএন্ডডিএফ আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। লাগাতার কর্মবিরতি আগামী ১২ই ফেব্র“য়ারী পর্যন্ত স্থগিত করা হল। উক্ত সময়ের মধ্যে কোন আমদানিকারক সিরিয়াল ছাড়া ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করায় উক্ত পন্যবাহী ট্রাক প্রকারভেদে ১০ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হবে। সিদ্ধান্ত ভোমরা সিএন্ডডিএফ এসোসিয়েশনের সকল সদস্য ও আমদানীকারকদের অবহিত করার জন্য অনুরোধ করা হইল। এ সময় ভোমরা সিএন্ডডিএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ট্রান্সপোর্ট সমবায় সমিতি ও হোল্ডডিং সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইহা ছাড়া ঘোজাডাঙ্গা বন্দরের অচল অবস্থা নিরসনের জন্য আগামী ১২ই ফেব্র“য়ারি বেলা ১২টায় জিরো পয়েন্টে ভোমরা সিএন্ডডিএফ ও ঘোজাডাঙ্গা সিএন্ডডিএফ যৌথ সমন্বয়ে সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com