স্টাফ রিপোর্টার : ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ আজ। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনারগণ। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে প্রধান নির্বাচন কমিশনার ছাইফুল করিম সাবু, প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ, জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলবে। গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভোটার সংখ্যা ১২৫৩ জন এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ভোটার সংখ্যা ১১৯৮ জন। ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই সাথে তাদের নেতা নির্বাচন করবেন।