ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা ভোমরায় কাস্টমস হাউজ দ্রুত চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আয়োজনে গতকাল সকাল ১০টায় ভোমরা শুল্ক স্টেশনের সামনে ভোমরা কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখএজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব এএসএম মাকছুদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখে জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুনর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, ভোমরা ইউনিয়য়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম, ভোমরা বন্দরের ব্যবসায়ী ফিরোজ হোসেন, ব্যবসায়ী রেজাউল ইসরাম, হান্ডলিং শ্রমিক ইউনিয়নের লুৎফর রহমান, আব্দুস ছাত্তার জুয়েল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের কার্যকরী পরিষদের কর্মকর্তা বৃন্দ, ব্যবসায়ী সহ সকল সংঘের নেতৃবৃন্দরা।