স্টাফ রিপোর্টার ঃ ভোমরা স্থলবন্দর ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন ও বসন্তপুর নদীবন্দর পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। গতকাল বেলা এগারটায় ভোমরা স্থল বন্দরের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন কালে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে স্থলবন্দর সমূহ আরও একধাপ এগিয়ে গেছে। ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কাজ আরো গতিশীল হবে। স্থলবন্দরের সকল সেবা অনলাইনে সম্পন্ন হবে। হয়রানি কমে স্বচ্ছতা আসবে কাজে বাড়বে সেবার মান। সেবা গ্রহীতাদের সময় ও খরচ দুটোই কমবে। উন্নত বিশ্বের বন্দরের ন্যায় বাংলাদেশের বন্দর সমূহ একদিন স্মার্ট বন্দরে পরিনতহবে। অপরদিকে গতকাল বিকাল ৪টায়বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আয়োজনে মথুরেশপুরের বসন্তপুর নদীবন্দরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের স্মৃতি বিজাড়িত বসন্তপুর নদীবন্দর। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিপূর্বে বসন্তপুর নদী বন্দর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি বহু পুরাতন বন্দর। বন্দরটি চালু হলে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন হবে। বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দ্রুত সময়ের মধ্যে এখান থেকে পন্য আমদানি রপ্তানি করা যাবে। বসন্তপুর নদীবন্দর পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেছে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যানে কাজ করে। বসন্তপুর নদী বন্দর তার একটি বিরল দৃষ্টান্ত। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: আফম রুহুল হক, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত সংসদসদস্য লায়লা পারভীন সেজুতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির,পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদীহাসান সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শোইয়েব আহমেদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস, জেলা ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলোয়ার রাজু, সাধারন সম্পাদক মাকছুদ খান, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নৌবন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, বিআই ডব্লিউ কর্মকর্তা রাফিউল হোসেন প্রমুখ। এছাড়া সকল প্রশাসনের কর্মকর্তা ও আ’লীগ নেতৃবৃন্দরা উপস্থি তছিলেন। এর পূর্বে নৌপ্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি বসন্তপুর নদী বন্দর সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দৈর সাথে বন্দর সম্পর্কিত বিষয়ে বিভিন্ন খোজ খবর নেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আ’লীগ সধারণ সম্পাদক ও চেয়ারম্যান এনামুল হক ছোটন।