এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হজের মৌসুম ঘনিয়ে আসতেই নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। হজের অনুমোদন ছাড়াই মক্কায় প্রবেশ ও হজ পালনের চেষ্টার অভিযোগে অন্তত ৪২ জন ভ্রমণ ভিসাধারী প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।
গতকাল মঙ্গলবার গালফ নিউজের বরাতে জানা গেছে, এসব ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করেন মূলত ভ্রমণ বা অন্য অ—হজ ভিসায়। অথচ, দেশটির নিয়ম অনুযায়ী নির্ধারিত হজ পারমিট ছাড়া কেউ মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ কিংবা হজ পালনে অংশ নিতে পারবে না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবেই এ গ্রেফতার অভিযান চালানো হয়েছে। হজে অংশগ্রহণে যারা আইন লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পাশাপাশি, যাঁরা এদের আশ্রয়, যাতায়াত বা অন্যান্য সহায়তা দিয়েছেন, তাদের বিরুদ্ধেও চলছে আলাদা তদন্ত ও অভিযান।
সৌদি সরকার জানিয়েছে, জিলক্বদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত সময়কে হজ নিরাপত্তার জন্য ‘বিশেষ পর্যবেক্ষণকাল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে কেউ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এছাড়া, কেউ যদি অনুমতি না থাকা সত্ত্বেও হজ পালন করতে যান বা অন্য কাউকে সহযোগিতা করেন, তবে তাদের বিরুদ্ধে নিম্নলিখিত কঠোর পদক্ষেপ নেওয়া হবে:
ক্স জরিমানা: সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার মার্কিন ডলার)
ক্স কারাদণ্ড
ক্স দেশ থেকে বহিষ্কার
ক্স ১০ বছরের জন্য সৌদিতে প্রবেশ নিষেধাজ্ঞা
ক্স অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত
সৌদি মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রতি বছরের মতো এবারও হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং বৈধ হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ, যা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ। তবে সৌদি কতৃর্পক্ষ মনে করছে, ভিসার অপব্যবহার করে অবৈধভাবে হজে অংশগ্রহণ শুধু ধর্মীয় বিধিনিষেধ নয়, বরং বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্যও হুমকি।
চলতি বছরে হজ শুরু হবে ৬ জুন (শুক্রবার) সন্ধ্যায় এবং শেষ হবে ১১ জুন (বুধবার)। ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৮ জুন (রোববার), তবে তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।