বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ২টি ও মৌতলার ১টি ক্লিনিকে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কাগজপত্র না থাকা ও ত্রটিপূর্ণ ক্লিনিক পরিষেবার জন্য ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালিগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী ওই ৩টি ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা করেন। কালিগঞ্জ উপজেলা স্যানিটারী ইনসপেক্টর মোঃ আব্দুস সোবহান জানান, নতুন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় লজিষ্টিক সাপোর্ট না থাকা, মানহীন সেবা এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারার আওতায় ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপপ্তরের সাতক্ষীরা শাখার সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে নলতা কদমতলার ইউনিক ক্লিনিক, নলতা চৌমুহুনীর আহছানউল্লাহ ক্লিনিক ও মৌতলা ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিবন্ধনসহ বৈধ কাগজপত্র না থাকা, অবহেলা করে মানুষের স্বাস্থ্য সম্পদহানী, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট এর কারণে নলতার চৌমুহনী কদমতলার ইউনিক ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপারেশন থিয়েটারের জায়গা সংকীর্ণতার জন্য আহছানউল্লাহ ক্লিনিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিবন্ধন না থাকায় মৌতলার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে কালিগঞ্জ থানার পুলিশও অংশগ্রহণ করেন