শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

মক্কায় বন্যার পানিতে ভেসে গেলো গাড়ি, ৪ বন্ধুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : সৌদি আরবে নজিরবিহীন ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার গালফ নিউজ জানিয়েছে, মক্কায় বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর চার বন্ধুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ আল জাহরানি নামে মৃতদের পরিবারের এক আত্মীয় বলেন, মাগরিবের নামাজ আদায় করে চার বন্ধু গাড়িতে করে একটি বিশ্রামাগারে যাচ্ছিলো। কিন্তু মক্কার দক্ষিণে ওয়াদি আরনাতেও তারা বন্যার পানি দেখতে পায়। তারা ভেবেছিল ওই পানির মধ্যে তাদের গাড়ি পার হতে পারবে। কিন্তু ঢেউ অনেক উঁচু থাকায় তাদের গাড়ি ডুবে যায়। আল আরাবিয়া টিভিকে আল জাহরানি বলেন, আমাদের আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা বিবেচনায় নেওয়া উচিত ছিল। আমরা হয়ত কম পরিমাণে পানি দেখতে পাচ্ছি কিন্তু সেটি অনেক বিপজ্জনক হতে পারে। বৃষ্টিপাতের সময় মক্কা অঞ্চলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে সৌদির সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সর্তকর্তা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, মক্কা—মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে ও ভবন ডুবে যাচ্ছে। এ ছাড়া উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com