 
																
								
                                    
									
                                 
							
							 
                    এফএনএস বিদেশ : ন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেবল ডিজিজেস (এনসিসিডি) গতকাল শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে মঙ্গোলিয়ায় মানুষের মধ্যে টিক-বাহিত রোগে কমপক্ষে ৪৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উলানবাটোর থেকে এএফপি এ খবর জানায়। এনসিসিডি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে, আক্রান্তদের মধ্যে পাঁচজনকে দেশের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ বসন্তকালে মঙ্গোলিয়ায় টিক-বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়। টিক-বাহিত এনসেফালাইটিস ভাইরাস (টিবিইভি) একটি জুনোটিক এজেন্ট (প্রাকৃতিকভাবে প্রাণী ও মানুষের মধ্যে সংক্রামক রোগবাহী যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী, অথবা অন্যান্য জৈবিক সত্তা) যা মানুষের মধ্যে গুরুতর এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহজনিত রোগ সৃষ্টি করে। সংক্রমিত টিকের কামড়ের মাধ্যমে এসব রোগ ছড়ায়। জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি বমি ভাব এবং মেনিনজাইটিস, এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ জনিত জটিলতা দেখা দেয়।