আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাউথ বাংলা ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধি ও মটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। এঘটনায় গুরতর জখম মটরসাইকেল চালক শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের মোমিন গাজীর ছেলে এলাহি বক্স(৫২)-কে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা-ঘোলা সড়কের আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুরস্থ সুরোত আলী সরদারের বাড়ির সন্নিকটে। এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রী বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সাউথ বাংলা ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধি ফরিদ হোসেনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আশাশুনি উপজেলা সহকারি শিক্ষক পরিষদের সভাপতি শরীফ আহম্মেদ জানান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও স্কুলের বায়োমেট্রিক হাজিরা মিটার দেখভালের দায়িত্ব থাকা ফরিদ হোসেন শ্রীউলা থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল যোগে আশাশুনিতে আসার সময় ঘটনা স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে কার্পেটিং সড়কে ছিটকে পড়লে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।