স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন খুলনা রেজিঃ ৫৫০ এর আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সাধাঃ সম্পাদক গোলাম মোর্শেদ। এ সময় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সহ মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস ইউনিয়নের ৩২জন মৃত ব্যক্তির পরিবারে মাঝে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধাঃ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।