শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

মডেল মসজিদ পরিদর্শন করলেন উপজেলার চেয়ারম্যান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র মহতি উদ্যোগ সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান এর অংশ হিসেবে শ্যামনগর উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন মডেল মসজিদ পরিদর্শন করা হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে নির্মাণাধীন মডেল মসজিদের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। বিশ্বে কোনো মুসলিম শাসকের একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ এই প্রথম। পুরো প্রকল্পটিই সরকারের অর্থে বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদে একই সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করবে। মসজিদে ৯০০ জন মুসলি­ একসঙ্গে নামাজ পড়তে পারবে। নারীদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com