এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার বিভিন্ন দুর্দশাগ্রস্থ এলাকা পরিদর্শন, এলাকার মানুষের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। শনিবার বেলা ১১ টায় তিনি এলাকা পরিদর্শন ও মতবিনিময়কালে একটি সড়ক ১ মাসের মধ্যে সংস্কারের ব্যবস্থা ও অপরগুলো টেন্ডারের মাধ্যমে দ্রæত পিচ ঢালাইয়ের ব্যবস্থা করবেন বলে ঘোষণা প্রদান করেন। এমপি রুহুল হক বিশাল নেতাকর্মীর বহর নিয়ে নাটানা চৌরাস্তা দিয়ে রিমোট এলাকায় গমন শুরু করেন। এবং কমলাপুর, খাসেরাবাদ, পুইজালা, দক্ষিণ বলাবাড়িয়া, মধ্যম বলাবাড়িয়া এলাকা পরিদর্শন করে আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় গমন করেন। এসময় পুইজালা বাজার, খাসেরাবাদ. দক্ষিণ বলাবাড়িয়া, মধ্যম বলাবাড়িয়া ও আমজাদ আলি মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় করেন। এসময় তিনি এলাকার মানুষের কাছ থেকে দুঃখ দুর্দশার কথা শোনেন। তিনি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর অবিস্মরনীয় উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বিগত দিনের সরকারগুলোর ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থের কারনে দেশের করুন অবস্থার সাথে তুলনামূলক আলোচনা রাখেন। দেশের ও দেশের অসহায় মানুষের জন্য নিজেকে সপে দেওয়া মমতাময়ী নেত্রী শেখ হাসিনার নিরলস ও দেশপ্রেমসমৃদ্ধ সুদুর প্রসারী কর্মকান্ডকে এগিয়ে নিয়ে দেশকে প্রতিষ্ঠিত রাষ্ট্রে পরিণত করতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই বলে উল্লেখ করেন। এলাকার অবস্থা সম্পর্কে অবহিত হয়ে তিনি ঘোষণা করেন, নাটানা চৌরাস্তা হতে পুইজালা বাজার এবং হাড়িভাঙ্গা হতে বলাবাড়িয়া পর্যন্ত রাস্তা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। আগামী একমাসের মধ্যে রাস্তা সংস্কার কাজ করা হবে এবং এলাকার জরাজীর্ণ রাস্তাগুলো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পিচ ঢালাই রাস্তা করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামানের সঞ্চালনায় এসময় এমপি রুহুল হকের সুযোগ্য পুত্র ইঞ্জিঃ জিয়াউল হক সুমন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, খাজরা চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, শ্রীউলা চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, দিপংকর কুমার সরকার দিপ, ওমর ছাকি পলাশ, আ’লীগ নেতা এস এম হুমায়ুন কবির সুমন, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলি, জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান, নলতা ইউনিয়ন আ’লীগ সভাপতি খোকন, বদিউজ্জামান মন্টু, আশাশুনি উপজেলা ছাত্রলীগ রাসেল, মিঠুন, শ্রমিকলীগের আলমগীর হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মঙ্গল চন্দ্র মন্ডল, মহানন্দ মন্ডল, তপন কুমার সরকার, মহিলা মেম্বার ময়না খাতুন, অঞ্জনা রানী সানাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।