কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুর চরদহার বায়তুল আমান জামে মসজিদের মাইকের ব্যাটারী চুরি হয়েছে।ঘটনাটি শনিবার ফজর নামাজ বাদ ঘটেছে। মসজিদের সহ সভাপতি আলহাজ্ব শেখ আাব্দুর রাজ্জাক দৈনিক দৃষ্টিপাতকে জানান প্রতিদিনের ন্যায় ফজর নামাজ বাদ মসজিদের দক্ষিণ দিকে গেটের দরজা খোলা ছিলো এই সময় কে বা কাহারা মসজিদের বড় ব্যাটারী টি চুরি করে নিয়ে যায়। সকাল ৮টার সময় আমারা মসজিদের নির্মান কাজের তদরকী এবং ধোওয়া মোছার জন্য সমজিদে প্রবেশ করে দেখি মসজিদের ব্যাটারী যথা স্থানে নাই। এ ব্যাপারের কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান মসজিদ পরিচালনা কমিটির পক্ষ হতে অভিযোগ পাওয়া মাত্রই যথা যথা ব্যাবস্থা নিব। মসজিদের সভাপতি সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান জানান এলাকায় ছিচকে চোরের উপদ্রব্য আসলে বেড়ে গেছে। মসজিদের সেক্রেটারী শেখ মোস্তাহিদুর রহমান লিটনের মাধ্যমে আমি উক্ত মাইকের ব্যাটারী চুরি হওয়ায় বিষয়টি জানতে পেরেছি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল।