রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মথুরেশপুরে আনসার ও ভি.ডি.পি ক্লাবে সাব কমিটি গঠন জনমনে বিভ্রান্তি সৃষ্টি!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর আনসার ও ভি.ডি.পি ক্লাবে অনুমোদনহীন উন্নয়ন সহযোগী সাব কমিটি গঠনের অভিযোগ উঠেছে। গত ২৫ জুন ক্লাবের প্যাডে সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত মেহেদী হাসান রাজু কে সভাপতি ও আব্দুল­াহ আল হাসান কে সাধারন সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করে। কয়েকজন সদস্য ও স্থানীয়রা জানান, ক্লাবের উন্নয়ন সহযোগী সাব কমিটি গঠনের অনুমতি আছে বলে আমরা মনে করি না। তারপরও ইউনিয়ন আনসার কমান্ডার আবু হোসেন, ইউনিয়নের দলপতি জয়নাল সহ অনেক সদস্য বিষয়টি জানেনা। অসৎ উদ্দেশ্যে একটি সুযোগ সন্ধানী ও স্বার্থান্বেষী মহল ক্লাবের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ সময় সাংবাদিকরা তথ্য নিতে গেলে তাদের ম্যানেজ করার চেষ্টা করেন কমিটির সদস্যরা। এ বিষয়ে মুকুন্দপুর আনসার ও ভি.ডি.পি ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অবগত না করে সাদা কাগছে উন্নয়ন সহযোগী সাব কমিটির অনুমোদন দিয়েছি। এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নূর ইসলাম কাগুচীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ক্লাবে উন্নয়ন সহযোগী সাব কমিটি গঠনের বিষয়টি অবগন নেই, আপনার মাধ্যমে জানতে পেরেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের না জানিয়ে কমিটি গঠন করা বেআইন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com