মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের মথুরেশপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বিকেলে বসন্তপুর পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রবি/২০২১-২২ অর্থ বছরে বারি সরিষা-১৮ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কৃষি অফিসার মোঃ শফিক আল সারাহ। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম আল মামুন, বসন্তপুর পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য ইছাক আলী গাজী, কৃষক বাহার আলী গাজী প্রমুখ।