কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে মথুরেশপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “এস দেশ বদলায় পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। যুব উন্নয়ন কর্মকর্তা খান আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখে ছাত্র সমন্বয়ক শেক শেখ রাকিবুজ্জামান রাকিব, ইমামুল হাসান রনি, শেখ সাইফুল ইসলাম বাবু, শাহারুজ্জামান আপন, ইউনিয়ন পরিষদের সচিব নাসরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, ইউপি সদস্য নুর মোহাম্মদ মাসুম উল্লাহ আরিজুল ইসলাম, শেখ রহমত আলী, মোঃ কলিম হোসেন, সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সদস্যা, অত্র ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রসমন্বয়কদের তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সকলের পরামর্শ লিপিবদ্ধপূর্বক শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।