মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ মথুরেশপুর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি এর আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মথুরেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা আব্দুল হাকিম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের (নবযাত্রা) আয়োজনে আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়, ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া, কমিটির সদস্যদের দায়িত্ব কর্তব্য, সতর্ক সংকেত, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন প্রজেক্ট অফিসার বিপ্লব তপাদার।