মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র অর্থায়নে, খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের আওতায় গতকাল সকাল ১০টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নবযাত্রা প্রকল্পের অবদান, অভিজ্ঞতা উপস্থাপন করেন নবযাত্রার ডেপুটি অপারেশন ম্যানেজার প্রনতি কস্তা। পরে প্রজেক্টের মাধ্যমে বিগত দিনের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের চিত্র প্রদর্শন করেন সোস্যাল ইনক্লুশন স্পেশালিষ্ট মোক্তার হোসেন। এ সময় ইউপি সচিব নাসরিন আক্তার, ইউপি সদস্যবৃন্দ, নবযাত্রার বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রার এএসএস অফিসার মানিক নূর।