মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্মামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুদলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলায় বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, আতাউর রহমান ও সাকিব হোসেন। খেলা শেষে ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের ক্যাপ্টেন ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল সহ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।