মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে কমিউনিটি পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আপদকালীন পরিকল্পনা প্রনয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের (নবযাত্রা) আয়োজনে আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের আওতায়। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এসডিআরআর প্রজেক্ট অফিসার বিপ্লব তপাদার। এ সময় দুর্যোগের সতর্ক সংকেত, দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আপদকালীন পরিকল্পনা প্রনয়ন সহ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রার রাজবুল হাসান রাজু।