কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। উপস্থিত ছিলেন কৈখালী ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, মথুরেশপুর ইউপি সদস্য শেখ রহমত আলী, মনিরুজ্জামান মনো,নূর মোহাম্মাদ বাঁচা মোল্লহ্,মোঃ আরিজুল ইসলাম,শেখ আবু তাহের(তহার মেম্বার),শ্রীমতি প্রমিলা রানী বালা,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কলিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, মোদাচ্ছের হোসেন, উপজেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি দফাদার শেখ আব্দুর রব ছট্টু,শেখ আব্দুল কাদের প্রমুখ।