কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চরদহার মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা হতে মাহফিল চত্ত্বরে ধর্মীয় ভাবগম্ভির্যের সহিত মাহফিলে মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মাওলানা আল্লামা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন,ভাইচ চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু।মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা আল্লামা আফসার উদ্দীন সিদ্দিকী।তৃতীয় বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন হযরত মাওলানা জমাত আলী।গভীর রাত্র পর্যন্ত চলা মাহফিলে,শত শত আলেমে দ্বীন,শিক্ষক,আইনজীবি,মুক্তিযোদ্ধাবৃন্দ সহ হাজার হাজার ধর্ম প্রান মুসুল্লির উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করের প্রধান বক্তা আল্লামা আব্দুল্লাহ আল আমিন ঢাকা ।