মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুরে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বিকেলে বসন্তপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ও উপ-প্রকল্প পরিচালক শেখ শামছুর রহমান। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি সদস্য আরিজুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ড সদস্য জাহানারা খাতুন প্রমুখ। উঠান বৈঠকে বাল্যবিবাহ, যৌতুক, নারীর ক্ষমতায়ন, জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।