রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মথুরেশপুর মুক্তিযোদ্ধা কমান্ডারের ইন্তেকাল \ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কামান্ডার ও দেয়া ডি,এম,সি, ক্লাবের প্রবীণ ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মদ আলী (৭০) আর নেই। গতকাল সকাল ১০টার ক্যান্সার জনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল­াহী……… রাজিউন)। তিনি মুকুন্দপুর গ্রামের মৃত শেখ শামসুদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বাদ আছর মুকুন্দপুর গড়েরহাট ঈদগাহ ময়দানে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা আব্দুল হাকিম সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মরহুমের আত্মিয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম, মমতাজ হোসেন মন্টু’র ইমামতিতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com