কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুর বিজিবির অভিযানে ভারতীয় ১১টি ইয়ারগান ও ৬,৯০০ পিচ গুলি সহ বিভিন্ন অন্যান্ন মালামাল আটক করেছে বসন্তপুর বিজিবি সদস্যরা। গতকাল বেলা ১২টা ১০মিনিটে বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মথুরেশপুর ইউনিয়রেন শীতলপুর তালবাগান মোড়ের ডেকারেটর ব্যাবাসায়ী আব্দুল কাদেরের বাগান থেকে উক্ত মালামাল উদ্ধার করে। বিজিবি সূত্রেজানাগেছে কে ১১টি সি এ এস এস আই সি ইউ এস,ডাইয়ানা৩৫,এইচ ২০০এটিএইচনা ৪৫,অরআইওয়ান সহ বিভিন্ন ব্যান্ডের মোট ১১টি ভারতীয় ইয়ারগান,৬৯০০পিচ ইয়ারগানের গুলি এবং ইয়ারগানের বিভিন্ন যন্ত্রাংশ আনুমানিক মূল্য আট লক্ষ বিরাশি হাজার সাতশত টাকা। উদ্ধারকৃত মালামাল কালিগঞ্জ থানায় মামলা পূর্বক জমা দেওয়া হয়েছে।