স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের ১৬তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ। আজ বাদ আছর হতে মধুমল্লারডাঙ্গী খুলনা রোড মোড়ের পশ্চিম পাশে বাসটার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ইন্টারনেট জগতের আলোড়ন সৃষ্টিকারি বর্তমান সময়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হযরত মাও: অধ্যাপক মো: নুরুল আমিন রংপুর। দ্বিতীয় বক্তা হযরত মাও: মুফতি মো: মিজানুর রহমান (তুফানী), দক্ষিন খূলনা, তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন হযরত শাহ মো: আব্দুল জব্বার সাতক্ষীরা। বিশেষ আকর্ষন বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর ক্বারী মহিবুল্লাহ, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, মাহফিলে সভাপতিত্ব করবেন মধুমল্লারডাঙ্গীূ জমে মসজিদের সভাপতি মো: আব্দুস সালাম, সার্বিক তত্ত্বাবধান করবেন সাবেক সভাপতি আলহাজ্ব মোড: মহসীন মোল্ল্যা, ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ আলী, মাহফিল পরিচালনা করবেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো: নুরুল হক ইমাম ও খতিব এসএম মামুনুর রশিদ।