শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

মধ্যবিত্তকে এতো ভাবতে নেই – শেখ মফিজুর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

মধ্যবিত্তকে এতো ভাবতে নেই

রক্তে ভেজা ব্যাগ থেকে বের হলো
আলু, পটল, কাঁচামরিচ
আর এর সাথে বাজারের এক ফর্দ।
মধ্যবিত্ত লোকের বাজারের ব্যাগে
এসব ছাড়া কিইবা থাকবে?
আমার মতো আর কিছু লোক
এক্সিডেন্টে পড়ে থাকা লোকটার
আশে পাশে ঘিরে দাঁড়িয়ে আছে
কেই ছবি তুলছে, কেউ ভিডিও
লাইভেও গেছে কেউ কেউ।
কিন্তু একটা রিক্সা বা অটো ডেকে
হাসপাতালে নেয়ার কথা
কেউ বলছে না।
‘এসবে বড্ড ঝামেলা
বুঝলেন ভাই সাহেব
থানা পুলিশও হতে পারে’
আমার পাশে দাঁড়ানো
এক অতি বিজ্ঞ জন
হাত নেড়ে নেড়ে বলছিলেন।
আমি চুপ করে শুনলাম
আমিও এক মধ্যবিত্ত
নিত্য টানাপোড়নে সংসার চলে
মাসের বিশ তারিখের পরে
কড়ে আঙ্গুল গুণে গুণে
সংসার চালাই।
বিশ টাকার শাকের আঁটি
দর কষাকষি করে আঠার টাকায়
কিনতে পারলে ভাবি যে
দুই টাকা লাভ হলো।
রিক্সা চড়ি না সহজে
যদিও বা চড়ি
দরদাম করতেই
আধা ঘন্টা চলে যায়।
সেই আমার কী
ভূতে ধরেছে যে
কোথাকার কোন লোককে নিয়ে
হাসপাতালে দৌড়াবো!
আবার থানা পুলিশ হলে
বাবা গো এসব ঝক্কি সামলাবে কে!!
কর্মক্লান্ত আমি বাসায় ফিরি
অসহ্য গরমে গায়ের জামা ভিজে জবজবে
দরজায় টোকা দিতেই
মেয়েটা দৌড়ে আসে
– ‘বাবা এসেছো?’
পানির গ্লাস আর তোয়ালে হাতে
পাশে দাঁড়ায় প্রিয়তমা পত্নী।
ক্ষণিকের মধ্যে মনে হয়-
ঐ যে লোকটা ঘরে ফিরলো না,
ওর স্ত্রী, সন্তান তারা তো অপেক্ষায় আছে
যদি সে আর কোন দিন না ফেরে?
যদি আমি এভাবে কোন দিন না ফিরি?
আমি আর ভাবি না
ভাবতে চাই না
মধ্যবিত্তকে এতো ভাবতে নেই!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com