মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মনিরামপুর—খেদাপাড়া সড়কের চাঁদপুর মোড়ের পাশ থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। স্থানীয়রা জানান দেড়মাস ধরে ওই ব্যক্তি (মৃত) চাঁদপুর এলাকায় ঘুরাঘুরি করত। পুলিশ ও এলাকবাসীর ধারনা তিনি একজন মানষিক ভারসাম্যহীন হতে পারে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, প্রায় দেড় মাস আগে এই ব্যক্তি এখানে আসেন। তিনি হিন্দি ভাষায় কথা বলতেন। স্থানীয় লোকজন খাবার দিলে দু—একবার খেয়ে বাকীটা ফেলে রেখে চলে যেতেন। স্থানীয় মনিরুজ্জামান নামে একজন চায়ের দোকানী জানান, বুধবার ভোর বেলা এলাকার কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় তাঁকে সড়কের পাশে শুয়ে কাতরাতে দেখে। সকাল সাতটার দিকে সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, মরদেহটি ময়না তদন্ত করতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখনও পরিচয় পাওয়া সম্ভব হয়নি।