মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ লাইসেন্স না থাকা, সঠিকভাবে কর পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগে যশোরের মনিরামপুরে অবৈধ অখ্যা দিয়ে গেল্ড ব্রিক্স ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহপুরে অভিযান চালিয়ে গোল্ড ব্রিক্স ভেঙ্গে উচ্ছেদ করেন। বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভূমি) নিয়াজ মাখদুম। উপজেলার প্রশাসন থেকে জানাযায়, দীর্ঘদিন যাবত উপজেলার শাহপুরের গোল্ড ব্রিকসটি অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগিদ দেওয়া স্বত্তেও কোন কোর্নপাত করেনি।ফলে পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ বৃহস্পতিবার বিকেলে অভিযোন চালিয়ে গোল্ড ব্রিক্সটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপ পরিচালক এমদাদুল হক, র্যাব—৬ এর স্কোয়াড্রন লিডার রাসেল ছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ অদিপ্তরের উপ পরিচালক জানান, এ ধথরনের অভিযান অব্যাহত থাকবে।