মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে সোমবার দুপুরে ভুক্তভোগী হাজারো জনতা পৌরভবন ঘেরাও ও সড়ক অবরোধ করে। এ ঘটনায় দোষারোপ করে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নাকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিথি নিয়ন্ত্রনে আসে। কিন্তু গতকাল টিসিবির কোন পণ্য বিক্রি না করায় ভূক্তভোগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পৌরসভার হিসাব রক্ষক শাহিনুর রহমান জানান, পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রয়ের জন্য তিনজন ডিলারকে বরাদ্দ করা হয় দুই হাজার ৭৭২ টি। সোমবার সকাল থেকে প্রতিটি ষ্পটে প্রতিকার্ডের বিপরীতে ৫৪০ টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই লিটার তেল ও দুই কেজি ডাল বিক্রির কথা ছিল। ভোর থেকেই নির্ধারিত ষ্পটে পণ্য নেওয়ার জন্য অতিরিক্ত মানুষের ভীড় হয়। ফলে পণ্য সামগ্রি বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়। এ সময় মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করে। পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমানসহ এলাকাবাসী জানান, ইতিপূর্বে কার্ড বরাদ্দ করা হয় তিন হাজার তিন’শ টি। তাদের অভিযোগ এবার বিতরণ করা হয়েছে এক হাজার ৮২২ টি কার্ড। ফলে বর্তমান কার্ড না পেয়ে ভূক্তভোগীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করে। এক পর্যায়ে হাজারো নারী—পুরুষ বেলা ১২ টার দিকে পৌরসভা ভবন ঘেরাও করে। পরে তারা যশোর—সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আর ব্যাপারে দোষারোপ করে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়াও ইউএনওকে পতিত স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিনসহ অন্যান্যরা। সড়ক অবরোধের পর দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার ওসি নূর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, টিসিবির কার্ড পাওয়া গেছে দুই হাজার ৬৭৬ টি। এর মধ্যে দুই হাজার ২৯৬ জন ষ্মার্টকার্ড ধারীদের মধ্যে বিতরণ করা হয়েছে এক হাজার ৮২২ টি। অবশিষ্ট ৪৭৪ টি কার্ড বিতরণ না করায় ভূক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তবে ৪৭৪ টি কার্ড সম্পর্কে নিশাত তামান্না জানান, অচিরেই যাচাই বাছাই শেষে সমাধান করা হবে। এ দিকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির কার্ড বিতরণ নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জিয়াউর রহমানসহ তিনজন আহত হয়। তবে পরে যৌথবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বলে থানার ওসি নুর মোহাম্মদ গাজী নিশ্চিত করেন।