মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে সোমবার রাতে জ¦ালানী তেলের দোকানে ৯৭ হাজার টাকা ছিনতাইয়ের পর পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে সেলিম হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়। পরে তার স্বীকারোক্তিতে পুলিশ মঙ্গলবার সকালে লিমন হোসেন নামে অপর আর এক যুবককে আটক করে। এ ঘটনায় জ¦ালানী তেলের দোকানের মালিক তরিকুল ইসলাম বাদি হয়ে মামলা করে। আটক দুইজনকে পুলিশ গতকাল দুপুরে আদালতে চালান দেয়। তবে ছিনতাইকরা টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মনিরামপুর সরকারি কলেজের সামনে জ¦ালানী তেলের দোকানি তরিকুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে তিনি দোকানে অবস্থান করছিলেন। এ সময় মনিরামপুর থেকে দুইটি মোটরসাইকেলে করে চার যুবক গিয়ে অতর্কিত তার ওপর হামলা চালিয়ে মারপিট করে। এক পর্যায়ে ছুরি দেখিয়ে তার কাছ থেকে ৯৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তরিকুলের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে সেলিম হোসেন নামে এক যুবককে আটক করে। সেলিম হোসেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের সুন্দ্রা গ্রামের ফজর আলী সরদারের ছেলে। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ সেলিমকে থানায় নিয়ে আসে। এসআই অমিত দাস জানান, থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সেলিম তার সহযোগীদের পরিচয় জানায়। সে মোতাবেক মঙ্গলবার সকালের দিকে পুলিশ উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের মুরাদ হোসেনের ছেলে লিমন হোসেনকে আটক করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটক দুইজনকে আদালতে চালান দেওয়া হয়।