সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

মনিরামপুরে দুই দিনব্যাপী তারুন্যের উৎসবের সমাপ্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, দেশ কে বদলাতে হলে আগে আমাকে বদলাতে হবে। তা ছাড়া কোন অবস্থাতেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। মনিরামপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও তারুন্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পরিষদের বটতলায় আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও তারুন্যের উৎসবের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস,যুব উন্নয়ন অফিসার রেজাউল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রোকনুজ্জাকমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসাইন ইকবাল সানি, তাসনিম হাসান বর্ষা প্রমূখ। বক্তব্য শেষে তারুন্য উৎসব উপলক্ষ্যে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ উপজেলার অন্তত: অর্ধশতাধিক প্রতিষ্ঠান উৎসবের মেলায় অংশ নেয়। এ ছাড়া স্বরলিপি সঙ্গীত একাডেমির একঝাঁক শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে আরও প্রাণবন্ত করে। এছাড়া জেলা প্রশাসক আজাহারুল ইসলাম মনিরামপুর পাবলিক লাইব্রেরী পরিদর্শন করেন। এসময় লাইব্রেরীর সম্পাদক সহকারি অধ্যাপক নুরুল হক জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শন করে জেলা প্রশাসক লাইব্রেরীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় লাইব্রেরীর সভাপতি ইউএনও নিশাত তামান্না, এসিল্যান্ড নিয়াজ মাখদুম, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, সায়ফুল আলমসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com