মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে রোববার সকালে পৌরশহরের আকরাম মোড়ে দূর্বৃত্তরা একটি জ¦ালানি তেলের দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মুহুর্তের মধ্যে দোকানে থাকা কন্টিনার ভর্তি পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কমীর্রা এসে আগুন নিয়ন্ত্রন করে। দোকান মালিক সিরাজুল ইসলাম মনুর দাবি এতে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। সিরাজুল ইসলাম মনু জানান, রোববার সকাল নয়টার দিকে তার ছোটভাইয়ের ছেলে ইসমাইল হোসেন দোকান খোলেন। ইসমাইল হোসেন বলেন, সাড়ে নয়টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে মুখে মাক্স পরিহিত অজ্ঞাত দুই যুবক দোকানের সামনে এসে আমার কাছে হাফ লিটার পেট্রোল চান। তাদের কাছে পেট্রোল দিয়ে টাকা চাওয়ার সাথে সাথে দোকানের ভেতন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে পুরো দোকানে আগু ধরে যায়। অবশ্য এ সময় ইসমাইল দোকান থেকে বাহিরে এসে প্রান রক্ষা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। পরে সহকারি পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আগুন দেওয়া ওই দূবৃর্ত্তদের আটকের চেষ্টা চলছে।