মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় আব্দুল মজিদ (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়। নিহত আব্দুল মজিদ উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন গাজীর ছেলে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যশোরমূখী মাছবাহী পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে ইজিবাইক নিয়ে দাড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে বিদ্যালয়ের প্রধান গেটের সাথে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় পিকআপ ভ্যানে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) এবং অপর অজ্ঞাত এক ব্যক্তি গুরুত্বর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কমীর্রা গিয়ে হতা—হতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার—পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ^াস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদের মৃত্যু ঘটে। অপর আহতরা হলেন, একই উপজেলার বাঙ্গালিপুর গ্রামের বিল্লাল হোসেন ও আব্দুর রহমান। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।