মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে যশোরের মনিরামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মুনছুরুর রহমান। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেলে তিনটা পর্যন্ত বিরতিহীন এ ভোটে মোট ৬৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। প্রিজাইডি অফিসারের দায়িত্ব পালনকারী সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর মোট বৈধ ভোটার ছিল ৬৪ জন। এ নির্বাচনে মোট ৬৩ জন ভোটাধীকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। সভাপতি পদে মোট দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বিএনপি নেতা মুনছুরুর রহমান। প্রতিদ্বন্দি প্রার্থী মিজানুর রহমান পান ১২ ভোট।