রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

মনিরামপুরে বিএনপি নেতা আকবরের মৃত্যু \ শোক জ্ঞাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুর পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবর আলী ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহী————রাজেউন)। লিভার জন্ডিসে ভূগে শনিবার সকাল সাতটার দিকে বিজয়রামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তিাকল করেন। দুপুরে মনিরামপুর মহিলা মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবর আলী বেশ কিছুদিন যাবত লিভার জন্ডিসে আক্রান্ত হন। শুক্রবার যশোরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তার দেহের পরিক্ষা নিরীক্ষা করানো হয়। শনিবার সকালে তিনি ইন্তিকাল করেন। আকবর আলীর বড় ছেলে আব্দুল্লাহ আল মামুনের ইমামতিতে দুপুরে মহিলা মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ দিকে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এড. শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাসসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, ব্যবসায়ীক সংগঠনের নেতাকমীর্রা আকবরের বাড়িতে গিয়ে রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com