মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে যথাযথ মর্যাদায় স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে মনিরামপুরের মশিয়াহাটি ডিগ্রী কলেজ, মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, মনিরামপুর সরনকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, কুয়াদা স্কুল এন্ড কলেজ দিগঙ্গা—কুচলিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এদিকে মশিয়াহাটি ডিগ্রী কলেজে সরস্বতী উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গভর্নিংবডির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার, সহকারি আধ্যাপক মহিবুল্লাহ মনু, সহকারি অধ্যাপক তাজ্জানুল ইসলাম, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান মশিয়াহাটি কলেজের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের ঘোষনা করেন।