মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে যশোরের মনিরামপুরে শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। প্রথম প্রহরে কে›ন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল এবং মনিরামপুর প্রেসক্লাব, উপজেলা ষ্কাউটস, প্রাথমিক শিক্ষক সমিতি ছাড়াও পেশাজীবী, সামাজিক, ব্যবসায়ীক সংগঠনের পক্ষ থেকে বর্নাঢ্য র্যালিসহ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলনায়তে পুরুষ্কার বিতরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে এবং সমবায় অফিসার তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালিব আলম, শুশীল সমাজের প্রতিনিধি সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী সহকারি অধ্যাপক খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিক্ত আসাদুজ্জামান রায়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই প্রমুখ।অনুষ্ঠানে স্বরলিপি সংগীত একাডেমির শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, বর্তমান সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাইয়ের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজারো নেতাকমীর্র অংশগ্রহনে বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।