মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা। সোমবার সকালে উপজেলার আগরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই মামুন শাকি, শরিফ মাহমুদ ও কনষ্টেবল তহিদুল ইসলাম। তাঁদেরকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় অভিযান চালিয়ে গাজা সহ নজরুল ইসলাম নামে এক মাক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে নজরুলকে অর্থসহ কারাদন্ড প্রদান করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আগরহাটি গ্রামে আব্দুল খালেকের ইটভাটার কাছে সাদা পোষাকে অভিযান পরিচালনা করেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় নজরুল ইসলাম নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে তারা। পরে তার সহযোগী আগরহাটি গ্রামের রুস্তম আলীকে আটকের সময় বাঁধা দেয় সন্ত্রাসীরা। কথা কাটিকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারপিটে আহত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। একই সাথে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম জানান, আদালতে নজরুলকে ১০ দিনের কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, হামলার ঘটনাটি আমি জানতে পেরে স্থানীয় থানায় অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। মনিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)নূর মোহাম্মদ গাজী জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।