মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে সোমবার যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে। বিকেলে উপজেলা দলিয় কার্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. শহীদ ইকবাল হোসেন। পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, ফারুক হোসেন, মোনায়েম মোড়ল, কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, আইয়ুব আলী, ইমরান নাজির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রমুখ। পরে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় অধ্যক্ষ মুফতি মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আশাশুনি ৪নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন
আশাশুনি ব্যুরো \ আশাশুনি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় সোদকনায় অনুষ্ঠিত যুব সভায় এ কমিটি গঠন করা হয়। আল—মামুন সরদারের সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, সমাজ সেবক হাফেজ মোঃ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫—২০২৬ সেশনের জন্য আল—মামুন সরদার সভাপতি, ফারুক হোসেন ও আব্দুল আলিমকে সহ—সভাপতি, মনিরুজ্জামান সাধারন সম্পাদক, তরিকুল গাজী সহ—সম্পাদক, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, শাকিল হোসেন সহ—সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হাসান (মামুন) বাইতুলমাল সম্পাদক, সেলিম গাজী সহ—বাইতুলমাল সম্পাদক, আছাফুর রহমান প্রচার সম্পাদ, গোলাম মোস্তফা সহ—প্রচার সম্পাদক, শাহিনরেজা সমাজ কল্যাণ সম্পাদক, মুজাহিদুল ইসলাম ক্রীড়া সম্পাদক, আল—মামুন সহ—ক্রীড়া সম্পাদক এবং ডাঃ রাকিবুজ্জামানকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড যুব কমিটি গঠন করা হয়।