কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোর মনিরামপুর উপজেলার পারখাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া শিশুর করুণ মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বার) সকালে পারখাঁজুরা মাঝের পাড় থেকে আগত একটি ইজিবাইক প্রতি দিনের ন্যায় অনেক বাচ্চারা গ্রামের মহল্লা থেকে সেই ইজিবাইক করে মেইন রোড পর্যন্ত আসা যাওয়া করত। ইজিবাইকটি ধির গতিতে চলায় দাড়ানোর পূর্বেই অন্য বাচ্চারা নেমে যাতে সক্ষম হয় কিন্তু সাব্বির হোসেন (১১) নামে শিশুটি নামতে গেলে পড়ে যায় পিছন থেকে আগত ঘাতক মোটরসাইকেলটি কেশবপুরের উদ্দেশ্য আসার সময় পারখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শ্রেণীতে পড়ুয়া সাব্বির হোসেন (১১) কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সে মারাত্মকভাবে আহত হয়। আহতাবস্থায় তাকে কেশবপুর হাসপাতালে আনা হলে অক্সিজেন দেওয়ার কিছ্ক্ষুণ পরেই সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘনাটি ঘটার পর রাজগঞ্জ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইজিবাইক ড্রাইভারকে আটক করে নিয়ে যান। পরে এলাকাবাসি সহ তার বাবা, মা ইজিবাইক ড্রাইভার নির্দোষ বলে দাবি করেন। কেশবপুর থানা পুলিশ লাশটি সুরোতহাল রিপোর্ট করেছেন। অবুঝ শিশু মো: সাব্বির হোসেনের মৃত্যুতে পারখাঁজুরা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।