মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে প্রশাসনের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার ইট প্রস্তুতকারী(ভাটা) মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সকালে হাজারো ভাটা শ্রমিক মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে মালিকদের এ কর্মসূচিতে অংশ নেন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মনিরামপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল খালেকের সভাতিত্বে তাদের ন্যায়সংগত দাবী—দাওয়ার সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। ইট প্রস্তুতকারী মালিক সমিতির অন্যতম নেতা মাহাবুব হাসান ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আক্তারুল ইসলাম, রবিউল ইসলাম মিঠু, ইয়াকুব আলী গাজী, হাফিজুর রহমান,আব্দুর রউফ ্প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, তাদের স্মারকলিপিটি যথাযথ কতৃর্পক্ষের কাছে প্রেরন করা হবে।